নয়াদিল্লি, ১৩ জুলাইঃ তামিলনাড়ুর কোয়েমবাতুরের এক কলেজে চলছিল জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রশিক্ষণ। কলেজের প্রত্যেক পড়ুয়ার অংশ নেওয়া বাধ্যতামূলক করা হয়েছিল। প্রশিক্ষকের সামান্য ভুলের জেরে তিনতলার ওপর থেকে পড়ে মৃত্যু হল এক কলেজ ছাত্রীর। তরুণীর পড়ে যাওয়ার পর মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় ভিডিয়োটি। জানা গিয়েছে, মৃত ওই তরুণী এন.লোগেশ্বরী কোয়েমবাতুরের কোভাই কলাইমগল কলেজের বিবিএ-র দ্বিতীয় বর্ষের ছাত্রী।
বৃহস্পতিবার বিকেলে কলেজে চলছিল বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রশিক্ষণ। তাঁকে তিনতলার কার্নিশের ওপর বসে থাকতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মেয়েটি ভয় পেয়ে নীচে ঝাঁপ দিতে চাইছিলেন না। সেই সময় অধৈর্য্য হয়ে প্রশিক্ষক তাঁকে নীচে ধাক্কা মারেন। তার জেরেই এই দুর্ঘটনাটি ঘটে। দোতলার সানশেডে তার মাথা ধাক্কা খায়। ফলে মেয়েটি নীচে থাকা জালের বদলে, মেঝেতে গিয়ে পড়ে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রশিক্ষককেও নিজেদের হেপাজতে নিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2zCqym2
July 13, 2018 at 01:57PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন