স্বাগতিক জিম্বাবুয়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচ সিরিজের সবকটিতে জিতেছে পাকিস্তান। এরই মধ্যদিয়ে নতুন এক বিশ্বরেকর্ড গড়লো সরফরাজ বাহিনী। তা হলো, পাঁচ ম্যাচের সিরিজে প্রতিপক্ষকে সবচেয়ে বেশি হোয়াইটওয়াশ করার কীর্তি এখন তাদের দখলে। মজার ব্যাপার হলো, পাঁচ ম্যাচের সিরিজে পাকিস্তান সবচেয়ে বেশিবার হোয়াইটওয়াশ করেছে জিম্বাবুয়েকে। ২০০২, ২০০৮ এবং সবশেষ এই বছর এসে জিম্বাবুইয়ানদের লজ্জায় ডোবায় পাকিস্তান। জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজ জয় ছিল পাঁচ ম্যাচের সিরিজে পাকিস্তানের সপ্তম হোয়াইটওয়াশের রেকর্ড। এই রেকর্ডে চিরপ্রতিদ্বন্দ্বি ভারতকে টপকে শীর্ষে উঠে এসেছে পাকিস্তান। ভারতের এমন রেকর্ড আছে ছয় সিরিজে। দক্ষিণ আফ্রিকার আছে পাঁচ সিরিজে। ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা প্রতিপক্ষকে পাঁচ ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করেছে চারবার করে। এছাড়া দুইবার করে সিরিজ হোয়াইওয়াশের রেকর্ড আছে বাংলাদেশেরও। ২০০৩ এবং ২০০৮ সালে পাকিস্তানের কাছে পাঁচ ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা। সূত্র: গো নিউজ২৪ এইচ/০৬:১৪/২৩ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2NFqkgj
July 24, 2018 at 12:40AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top