ভুয়ো মেসেজে বাড়ছে প্রাণহানি, হোয়াটসঅ্যাপকে সতর্ক করল কেন্দ্র

নয়াদিল্লি, ৪ জুলাইঃ হোয়াটসঅ্যাপকে সতর্ক করল কেন্দ্রীয় সরকার। সম্প্রতি হোয়াটসঅ্যাপের কিছু ভুয়ো মেসেজের কারণে বেশ কয়েকজনের প্রাণহানি হয়েছে। এই অ্যাপের মাধ্যমে যাতে আগামীদিনে গুজব না ছড়ায়, সেদিকে লক্ষ্য রাখার নির্দেশও দেওয়া হয়েছে। আজ বৈদ্যুতিন এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘হোয়াটসঅ্যাপের মতো একটি প্ল্যাটফর্মকে ভুল কাজে ব্যবহার করা হচ্ছে। এটা যথেষ্ট উদ্বেগের কারণ। ইতিমধ্যেই বিষয়গুলি কেন্দ্রীয় মন্ত্রকের নজরে এসেছে।’ মন্ত্রকের পক্ষ থেকে এও জানানো হয়েছে, এমন প্রাণহানির ঘটনার ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নিজের দায় এড়াতে পারে না।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2z5X8N2

July 04, 2018 at 11:34AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top