কলকাতা, ২৪ জুলাইঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইংরাজি বিষয়ের প্রবেশিকা পরীক্ষা দিতে এল না ৬০-৬৫ শতাংশ পড়ুয়া। অথচ কলা বিভাগেই প্রবেশিকা বাতিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল বিশ্ববিদ্যালয় চত্বর।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কলা বিভাগের বেশকিছু প্রবেশিকা পরীক্ষা তুলে দিতে চেয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা স্বশাসিত বিশ্ববিদ্যালয়ে সরকারি হস্তক্ষেপ কেন এবং প্রবেশিকা ফিরিয়ে আনার দাবিতে আন্দোলনে নামেন। পরে তাঁরা অনশনের পথ বেছে নেন। পড়ুয়াদের আন্দোলনের কাছে নতি স্বীকার করে প্রবেশিকা পরীক্ষা হবে বলে জানিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ৪ জুলাই পরীক্ষা হওয়ার কথা থাকলেও আন্দোলনের কারণে তা পিছিয়ে যায়। পরীক্ষার দিন ঠিক হয় ২৩ জুলাই। সেই অনুযায়ী গতকাল পরীক্ষা থাকলেও দেখা যায় যাঁরা আবেদন করেছিলেন, তাঁদের মধ্যে ৬০ থেকে ৬৫ শতাংশই অনুপস্থিত।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2AfAm5Z
July 24, 2018 at 06:15PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন