সিপিএম ছাড়লেন মইনুল হাসান

কলকাতা, ৭ জুলাইঃ ৪২ বছরের সম্পর্কে ইতি টেনে সিপিএম ছাড়লেন মইনুল হাসান। দল ছাড়া প্রসঙ্গে ‌প্রাক্তন সাংসদ বলেন, নীতিগত কারণেই দল ছেড়েছেন তিনি। কারণ, বিজেপিকে ফ্যাসিবাদী বলতে রাজি নয় সিপিএম। বিজেপির বিরুদ্ধে দেশজুড়ে লড়াই চালাতে হলে ঐক্যবদ্ধ হয়েই লড়তে হবে। তিনি আরও বলেন, তৃণমূল এবং বিজেপিকে একসূত্রে বাঁধলে লাভবান হবে বিজেপিই। ক্ষতিগ্রস্ত হবে তাদের বিরুদ্ধে লড়াই। এরাজ্যে তৃণমূলের সঙ্গে সিপিএম-এর যে সমস্যা আছে তা অন্যভাবেও মেটানো যেতে পারে। কিন্তু বিজেপিকে রুখতে হবে একজোট হয়েই সবাইকে লড়াই করতে হবে। না হলে কংগ্রেসের বিরুদ্ধে লড়তে গিয়ে যেভাবে বিজেপির সুবিধা হয়েছিল তাই হবে। এবছরই সিপিএম-এর রাজ্য কমিটি থেকে বাদ পড়েছেন মইনুল।

মইনুলের দলত্যাগ প্রসঙ্গে সিপিএম সাংসদ মহম্মদ সেলিমের প্রতিক্রিয়া, রাজ্য কমিটি থেকে বাদ পড়ার পরই তিনি দল ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন। তৃণমূলেই যোগ দেওয়ার ইচ্ছা রয়েছে মইনুলের বলে কটাক্ষ করেন সেলিম।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2zgdiU7

July 07, 2018 at 06:49PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top