কলকাতা, ১৯ জুলাই- অভিনয় গুণে দর্শকের মাঝে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন কোয়েল মল্লিক। সিনেমার সঙ্গে তার সখ্যতা সেই ছোটবেলা থেকেই। বাবা রঞ্জিত মল্লিকের হাত ধরে সিনেমা ইন্ডাস্ট্রির মাঝে বেড়ে উঠেছেন। এই অভিনেত্রী এখন যক্ষের ধনর সিক্যুয়ালের কাজ করছেন। এর সঙ্গে নতুন একটি সিনেমায়ও কাজ করতে যাচ্ছেন কোয়েল মল্লিক। এবার তাকে দেখা যাবে অভিমন্যু মুখোপাধ্যায়ের পরিচালনায় নতুন একটি থ্রিলার ছবিতে। এই সিনেমার প্রধান চরিত্রে থাকছেন তিনি। ছবিটিতে তাকে দেখা যাবে সাংবাদিক চরিত্রে। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করবেন শান্তিলাল মুখোপাধ্যায়, গৌরব চক্রবর্তীসহ অনেকে। কোয়েল মল্লিক ভারতীয় সংবাদ মাধ্যমকে বলেন, আমার চরিত্রের নাম বিদিশা। মেয়েটি স্বাধীনচেতা, ঠোঁটকাটা। পেশায় সাংবাদিক। স্কুটি চালিয়ে বিভিন্ন জায়গায় যায়। থ্রিলারকেন্দ্রিক হলেও ছবিটা ভীষণ রিয়েলিস্টিক। তিনি আরও বলেন, এই মেয়েটা মারকুটে নয়। কিন্তু চিন্তাভাবনা স্বচ্ছ। যেটা করবে বলে মনে করে, সেটা করবেই। সত্যের জন্য লড়তে তার কোনও দ্বিধা নেই। এর জন্য কারও অনুমতি নেয়ারও প্রয়োজন বোধ করে না। এই সিনেমায় কোয়েলকে স্কুটি চালাতে দেখা যাবে। এই নায়িকা বলেন, অনেক বছর আগে সিনেমার জন্যই স্কুটি চালানো শিখেছিলাম। এবার তেমন সমস্যা হবে না। এ মাসের শেষে শুটিং শুরু হতে চলেছে ছবিটির। শুরুর দিকে শুটিং হবে কলকাতার বিভিন্ন ব্যস্ত রাস্তায়। সিনেমাটি নিয়ে এরই মধ্যে নিজের প্রস্তুতি শেষ করেছেন বলে জানিয়েছেন কোয়েল মল্লিক। উল্লেখ্য এর আগেও একাধিক সিনেমায় সাংবাদিক চরিত্রে অভিনয় করেছেন কোয়েল মল্লিক। সূত্র: আরটিভি অনলাইন আর/১৭:১৪/১৯ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2uMwGm0
July 20, 2018 at 12:41AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top