বুলাওয়ে, ২০ জুলাইঃ ওয়ানডে ক্রিকেটে প্রথম পাকিস্তানি হিসেবে ডাবল সেঞ্চুরি করলেন ফখর জামান। ১৪৮ বলে ২০০ রান করেন তিনি। বিশ্বের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে এই কির্তি অর্জন করেলেন তিনি।
জিম্বাবুয়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওডিআই সিরিজে দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করেছে পাকিস্তান। শুক্রবার চতুর্থ ম্যাচে বুলাওয়েতে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক সরফরাজ আহমেদ। ব্যাট করতে নেমে শুরু থেকেই জিম্বাবুয়ের বোলারদের উপর চড়াও হন ফখর। ইমাম উল হককে নিয়ে গড়েন ওপেনিং জুটিতে ৩০৪ রানের বিশ্বরেকর্ড করেন। ইমাম সেঞ্চুরি করে ১১৩ রানে আউট হন। ২৩টি চার আর ৫টি ছক্কার সাহায্যে ডবল সেঞ্চুরি করেন ফখর। শেষ পর্যন্ত ১৫৬ বলে ২১০ রানে অপরাজিত থাকেন তিনি। তাঁর ব্যাটে ভর করেই পাকিস্তান ৫০ ওভারে ১ উইকেটে ৩৯৯ রান করে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2O2A6ty
July 20, 2018 at 05:30PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন