মৌসুম শেষে অনেকটা অনুমেয়ই ছিল চেলসির কোচের পদ থেকে বহিষ্কার হতে যাচ্ছেন কন্তে। চেলসিকে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থ এবং প্রিমিয়ার লিগে বাজে পারফরম্যান্সের কারণেই দুই মৌসুম পরেই বহিষ্কার হলেন কন্তে। কন্তের স্থলাভিষিক্ত হচ্ছেন নাপোলির সাবেক কোচ সারি। গত মৌসুমে নাপোলিকে লিগে দ্বিতীয় করার পাশাপাশি ক্লাবটিকে দারুণভাবে খেলান তিনি। তার ফলাফল হিসেবে চেলসির দায়িত্ব পেতে যাচ্ছেন। দুই বছরের প্রিমিয়ার লিগ অধ্যায়ে প্রথম মৌসুমে এসেই চেলসিকে প্রিমিয়ার লিগ জেতানোর পাশাপাশি লিগে ৩৮টি ম্যাচের ভেতর ৩০টি ম্যাচেই জয় পান কন্তে। এছাড়া লিগ এবং কাপ শিরোপা জেতেন এই ইতালিয়ান কোচ। সূত্র: জাগোনিউজ২৪ আর/১০:১৪/১২ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2L6vEvi
July 13, 2018 at 05:05AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন