সদ্যই রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে এসেছেন হালের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। নতুন ক্লাবে যোগ দেওয়ার শুরুতেই তার দল মুখোমুখি হচ্ছে পুরনো ক্লাব রিয়ালের বিপক্ষে। কিন্তু সে ম্যাচে খেলছেন না রোনালদো। ইতালিয়ান গণমাধ্যমগুলোর খবর এমনই। সপ্তাহ খানেক হয়েছে জুভদের সঙ্গে চুক্তি করেছেন রোনালদো। গত সোমবার ওল্ড লেডিতে হয়ে যায় পরিচয় পর্বও। বুধবারই (১৮ জুলাই) ইতালি ছেড়েছেন রোনালদো। তার স্পন্সর নাইকির একটি ইভেন্টে অংশ নিতে চীনে যাচ্ছেন সাবেক রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। আগামী ২৩ জুলাই যুক্তরাষ্ট্রে একটি প্রীতি টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে খেলতে যাচ্ছে তুরিনরা। সেখানে জুভেন্টাস ছাড়াও খেলবেন বায়ার্ন মিউনিখ, বেনফিকা এমএলএস স্টার্স ও রিয়াল মাদ্রিদ। তবে দলের সঙ্গে যাচ্ছেন না রোনালদো। চিন থেকে ৩০ জুলাই ফিরবেন তিনি। আর ৪ আগস্ট রিয়ালের মুখোমুখি হবে তুরিনরা। এ অল্প সময়ের জন্য যুক্তরাষ্ট্রে উড়ে যাবেন না বলেই সিদ্ধান্ত নিয়েছেন রোনালদো। চীন ভ্রমণে যাওয়ার কারণে মৌসুমের শুরুতেই রিয়ালের সঙ্গে রোনালদোর লড়াই দেখা থেকে বঞ্চিত হলো ফুটবল প্রেমীরা। পুরনো ক্লাবের বিপক্ষে লড়াইটা কেমন হবে তা দেখতে মুখিয়ে ছিলেন অনেকেই। অনেক রিয়াল ভক্তই চাননি রোনালদোকে ছেড়ে দিক ক্লাব। কিন্তু ক্লাবের অনাগ্রহের কারণেই শেষ পর্যন্ত মাদ্রিদ ছাড়তে হয় সিআরসেভেনকে। এদিকে জুভেন্টাসের হয়ে মাঠে না নামলেও প্রথমদিনই রোনালদোর জার্সি বিক্রি হয়েছে পাঁচ লক্ষ পিস। যার বাজার মূল্য প্রায় ৬০ মিলিয়ন ডলার। এমএ/ ১১:০০/ ১৯ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2mtj37u
July 20, 2018 at 05:12AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top