মুর্শিদাবাদ, ৭ জুলাইঃ শ্বশুরবাড়িতে বোনের ওপর অত্যাচারের মীমাংসা চাইতে হয় সালিশি সভা। সেই সালিশি সভাতেই বোনের হতে সওয়াল করায় পিটিয়ে মারা হল গৃহবধূর ভাইকে। এমনই অভিযোগ উঠল বোনের শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে। শনিবার সকালে মুর্শিদাবাদের সালার থানার পোওয়া গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, ওই গ্রামের বাসিন্দা আজরাইল মোল্লার সঙ্গে স্ত্রী রাসিদা বিবির বেশ কিছুদিন ধরেই বিবাদ চলছিল। বিবাদের কথা জানতে পেরে বোনের শ্বশুরবাড়ির লোকজনদের কাছে মীমাংসা চায় রাসিদা বিবির ভাই আব্দুল সামাদ শেখ। বিষয়টি নিয়ে শ্বশুরবাড়ির পক্ষ থেকে গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ডাকা হয় সালিশি সভা। অভিযোগ, শনিবার সকালে সালিশি সভায় বোনের পক্ষে সুবিচার চাইলে আব্দুল সামাদকে জনসমক্ষে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে বোনের শ্বশুরবাড়ির লোকজন। গৃহবধূর পরিবারের তরফ থেকে আজরাইল মোল্লা ও তার পরিবারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তদন্ত শুরু করেছে সালার থানার পুলিশ। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক বলে জানিয়েছে পুলিশ।
সংবাদদাতাঃ মিঠুন হালদার
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2MTByNO
July 07, 2018 at 07:20PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন