ক্রোয়েশিয়ার হয়ে গলা ফাটাবে গোয়ার ছোট্ট গ্রাম গান্ডাউলিম

পানাজি, ১৪ জুলাইঃ ওল্ড গোয়াতে আরও চার কিলোমিটার ভিতরে ছবির মতো সাজানো গ্রাম গান্ডাউলিম। আপাতশান্ত এই গ্রামেই এখন বিশ্বকাপ ফাইনাল ঘিরে সাজো সাজো রব। রবিবার রাতে লুঝনিকি স্টেডিয়ামে বল গড়ানোর অপেক্ষামাত্র। গোটা গ্রামই মুখিয়া রয়েছে ফ্রান্সের বিরুদ্ধে মডরিচদের জয় দেখার অপেক্ষায়। কিন্তু হঠাৎ এই ক্রোয়েশিয়া-প্রীতি কেন? এর উত্তর অবশ্য লুকিয়ে আছে চারশো বছর আগে। সমগ্র গোয়াজুড়ে পোর্তুগিজ আধিপত্য থাকলেও গান্ডাউলিম গ্রামে বরাবরই আধিক্য ক্রোযেশিয়ার।

গ্রামের কাম্বারজুয়া খালের পাশেই রয়েছে সাও ব্রাজ গির্জা। অনেকে এর সঙ্গে মিল পাবেন ক্রোয়েশিয়ার ডাব্রোনিকে অবস্থিত সেতি ভ্লাহো চার্চের।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2zB4hFm

July 14, 2018 at 09:27PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top