যাদবপুরে প্রবেশিকা পরীক্ষার দাবিতে অনশনে নামল পড়ুয়ারা

কলকাতা, ৭ জুলাইঃ প্রবেশিকা পরীক্ষার দাবিতে অনশনে নামল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী পড়ুয়ারা। পাশাপাশি আন্দোলনকারীদের তরফে জানানো হয়েছে, অবস্থান কর্মসূচিও চালিয়ে যাওয়া হবে।

প্রবেশিকা পরীক্ষাকে কেন্দ্র করে জটিল পরিস্থিতির মুখে দাঁড়িয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতি প্রথমে ৩ থেকে ৬ ও পরে ১১ থেকে ১৪ জুলাই পর্যন্ত কলাবিভাগের প্রবেশিকার দিন ঘোষণা করে। পরে তা প্রত্যাহার করে বলা হয় উচ্চমাধ্যমিকের পরীক্ষার নম্বরের ভিত্তিতেই স্নাতকস্তরে কলাবিভাগে ভরতি নেওয়া হবে। এবং সেই আবেদনের সময়সীমা বাড়িয়ে ৬ থেকে ১২ জুলাই পর্যন্ত করা হয়। ১৯ জুলাই মেধা তালিকা ঘোষণা করা হবে। বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তের বিরোধিতা করে আন্দোলনে নামে ছাত্র সংগঠনগুলি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বৃহস্পতিবার আন্দোলনকারী পড়ুয়াদের তরফে জানানো হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শুক্রবার বেলা তিনটের মধ্যে প্রবেশিকা পরীক্ষা নেওয়ার বিষয়ে কোনও ইতিবাচক সিদ্ধান্ত না নিলে তারা অনশনের পথে হাঁটতে পারে।এদিকে বিকেল তিনটের পরও কর্তৃপক্ষ কিছু না জানালে তারা রেজিস্ট্রারের কাছে বিষয়টি জানতে চায়। জানা গিয়েছে, রেজিস্ট্রার তাদের অপেক্ষা করতে বলেন। এরপর রেজিস্ট্রার জানান, উপাচার্য রাজ্যপালের কাছে গিয়েছেন। কিন্তু, সন্ধে ৬টা বেজে গেলেও রেজিস্ট্রার কিছু না জানালে আন্দোলকারী ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে মিটিংয়ে বসে। মিটিংয়ে অনশন কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2m0SxlV

July 07, 2018 at 11:30AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top