লাটাগুড়ি ২০ জুলাই: দশ দিন নিখোঁজ থাকার পর অবশেষে মূর্তি নদী থেকে মিলল জলপাইগুড়ির ক্রিকেট দলের অধিনায়ক বাপ্পা সাহার মৃতদেহ। গত ১০ তারিখ বিকেলে বন্ধু আনন্দ সরকার ,আনন্দের স্ত্রী প্রিয়াঙ্কী সরকার, তাদের ছোট মেয়ে, আনন্দের শ্যালক প্রতীক দাম ও গাড়ির চালক দেবাশিস দে কে নিয়ে বাপ্পা মুর্তিতে যান। সেখানে খাওয়া দাওয়ার পর ওই দম্পতির সঙ্গে স্নান করতে গিয়ে মূর্তি নদীতে নামেন বাপ্পা। হঠাৎই নদীতে জল বাড়ায় নদীতে তলিয়ে যান তিনি। স্থানীয়রা এবং পরে পুলিশ বাপ্পার দেহ খুঁজতে শুরু করে। নামানো হয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদেরও। মূর্তি নদীর ধার ঘেঁষে জঙ্গল থাকায় বনকর্মীরাও বাপ্পার দেহ থুঁজতে থাকেন। নামানো হয় ফ্লোটিং বোর্ডও। সাহায্যে নেওয়া হয় গরুমারার কুনকি হাতিদেরও।
এদিকে ১৩ জুলাই বাপ্পার কাকা হরিবলা সাহা আনন্দ সরকার ,প্রিয়াঙ্কী সরকার, প্রতীক দাম ও গাড়ির চালক দেবাশিস দের নামে মেটেলি থানায় বাপ্পাকে অপহরণের অভিযোগ দায়ের করে। অভিযোগ পাবার পরই পুলিশ আনন্দ, প্রতীক ও দেবাশিসকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধ মেটেলি থানার ৩৬৪ ও ৩৪ আইপিসি ধারায় মামলা রুজু করে পুলিশ। গ্রেফতার করার পর ১৪ জুলাই বিকেলে জলপাইগুড়ি জেলা ও দায়রা আদালতে তোলা হয় অভিযুক্তদের। বিচারকের নির্দেশে তারা এখন পুলিশ হেফাজতেই রয়েছে। শুক্রবার সকালে বাপ্পার খোঁজে মূর্তিতে বড় মাপের তল্লাশি শুরু করে ক্রান্তি, মেটেলি, নাগরকাটা ও মাল থানার পুলিশ। সঙ্গে ছিলেন বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। সেইসময় নাগরকাটা দিক থেকে মূর্তি ব্রিজের 3 নম্বর পিলারের পাশ থেকে উদ্ধার বাপ্পাপ দেহ। পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠাচ্ছে।
ছবিঃ বাপ্পার দেহ উদ্ধার করা হচ্ছে।- শুভদীপ শর্মা
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2rHZ8pU
July 20, 2018 at 11:10AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন