চৌধুরিহাট, ১৬ জুলাইঃ কোচবিহারের সাহেবগঞ্জ থানার চৌধুরিহাট গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান তথা তৃণমূল নেতার বাড়িতে দুষ্কৃতী হামলার অভিযোগ উঠল। রবিবার রাতে ঘটনাটি ঘটে চাঁন্দেরকুঠি এলাকায়। সোমবার সকালে বিদায়ী প্রধান পূর্ণচন্দ্র বর্মন সাহেবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
অভিযোগ, গতকাল রাতে দুষ্কৃতীরা পূর্ণচন্দ্র বর্মনের বাড়িতে গুলি চালায়। এমনকি বাড়ির উঠোনে বোমা রেখে চম্পট দেয় তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে কার্তুজ ও বোমা উদ্ধার করে। চৌধুরিহাট অঞ্চলের তৃণমূলের কার্যকরী সভাপতি সঞ্জয় দাস বলেন, ‘এর আগে এলাকায় এমন ঘটনা ঘটেনি। অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার করার দাবি জানাচ্ছি।’
রাজনৈতিক মহলের একাংশের ধারণা, তৃণমূলের যুব এবং মাদার গোষ্ঠীর দ্বন্দ্বের জেরে এমন ঘটনা ঘটেছে। যদিও উভয় পক্ষের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
সংবাদদাতাঃ কৌশিক সরকার
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2LkSj45
July 16, 2018 at 03:52PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন