ঢাকা, ২৫ জুলাই- টাইগারদের সঙ্গে পূর্নাঙ্গ সিরিজ খেলতে ১৫ নভেম্বর বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ। সফরে স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে সফরকারী ক্যারিবিয়ানরা। ২০১২ সালের পর বাংলাদেশে এটিই তাদের প্রথম পূর্নাঙ্গ সিরিজ। সিরিজের সূচি অনুযায়ী, ১৫ নভেম্বর বাংলাদেশে পৌঁছে ১৮ ও ১৯ নভেম্বর চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে জেসন হোল্ডার বাহিনী। এরপর দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে ২২-২৬ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। টেস্ট সিরিজ শেষে ৯ ও ১১ ডিসেম্বর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডে। তৃতীয় ওয়ানডে ম্যাচটি ১৪ ডিসেম্বর সিলেটে অনুষ্ঠিত হবে। ১৭ ডিসেম্বর প্রথম টি-টোয়েন্টি ম্যাচ শেষে সিলেট থেকে ঢাকায় ফিরবে দুই দল। মিরপুর শের-ই-বাংলায় ২০ ও ২২ ডিসেম্বর গড়াবে সিরিজের অপর দুই টি-টোয়েন্টি ম্যাচ। ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচগুলো হবে দিবা-রাত্রির। এমএ/ ১১:১০/ ২৫ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2A7jY7t
July 26, 2018 at 05:11AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top