প্রকাশিত হল সিএফএলের ক্রীড়াসূচি

কলকাতা, ২৬ জুলাইঃ কলকাতা ফুটবল লিগের দামামা বেজে গেল। বড়ো দলগুলির অর্ধেকের বেশি ম্যাচের ক্রীড়াসূচি ঘোষণা করে দিল আইএফএ। যদিও বড়ো ম্যাচের তারিখ এখনও ঘোষণা হয়নি।

আগামী ৩ আগস্ট শুরু হচ্ছে কলকাতা ফুটবল লিগ। এবারের লিগ শুরু হবে ইস্টবেঙ্গল বনাম টালিগঞ্জ অগ্ৰগামী ম্যাচ দিয়ে। ৪ আগস্ট লিগ অভিযান শুরু করবে মোহনবাগান। প্রতিপক্ষ পাঠচক্র। ৫ আগস্ট মহমেডান স্পোর্টিং তাদের প্রথম ম্যাচটি খেলবে এফসিআই-এর বিরুদ্ধে।

দ্বিতীয় রাউন্ডে, ৬ আগস্ট লালহলুদ খেলবে পশ্চিমবঙ্গ পুলিসের বিরুদ্ধে। সাত আগস্ট সবুজমেরুনের মুখোমুখি রেনবো। ৮ তারিখ মহামেডান খেলবে এরিয়ানের বিরুদ্ধে।

বৃহস্পতিবার আইএফএ-র তরফে কলকাতা ফুটবল লিগের ক্রীড়াসূচি প্ৰকাশ করা হয়। তিন বড় ক্লাব-ই তাদের ম্যাচগুলি খেলবে নিজেদের মাঠে। প্রতিটি ম্যাচ শুরু হবে বিকেল সাড়ে চারটে থেকে।

প্রকাশিত তিন প্রধানের প্রথম দু’টি ম্যাচের ক্রীড়াসূচি

৩.৮.২০১৮ – ইস্টবেঙ্গল বনাম টালিগঞ্জ অগ্রগামী
৪.৮.২০১৮ – মোহনবাগান বনাম পাঠচক্র

৫.৮.২০১৮ – মহমেডান স্পোর্টিং বনাম এফসিআই
৬.৮.২০১৮ – ইস্টবেঙ্গল বনাম পশ্চিমবঙ্গ পুলিশ
৭.৮.২০১৮ – মোহনবাগান বনাম রেনবো
৮.৮.২০১৮ – মহমেডান স্পোর্টিং বনাম এরিয়ান

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2v8orAN

July 26, 2018 at 10:22PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top