ছত্তিশগড়ে মাওবাদী হামলায় শহিদ দুই বিএসএফ জওয়ান

রায়পুর, ১৫ জুলাইঃ ছত্তিশগড়ের কাঙ্কের জেলায় মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হলেন দুই বিএসএফ জওয়ান। আহত হয়েছেন আরও একজন। শহিদ দুই জওয়ানের দেহ পাখানজোরে বিএসএফের ১১৪ নম্বর ব্যাটেলিয়নের সদর দপ্তরে নিয়ে আসা হয়েছে। শহিদ দুই জওয়ানরা হলেন লোকেন্দর সিং ও মুকধিয়ার সিং। আহত জওয়ানকে হাসপাতালে ভরতি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার বিএসএফের ১১৪ নম্বর ব্যাটেলিয়নের একটি দল মাওবাদী দমন অভিযান সেরে মহলা ক্যাম্পে ফিরছিল। ক্যাম্পের কাছে আসতেই জওয়ানদের উপর এলোপাতাড়ি গুলি ছুঁড়তে শুরু করে মাওবাদীরা। পালটা জবাব দেন জওয়ানরাও। মাওবাদীদের গুলিতে শহিদ হন দুই জওয়ান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নিরাপত্তা বাহিনী। গোটা এলাকায় ঘিরে ফেলা হয়েছে। মাওবাদীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

উল্লেখ্য, ৯ জুলাই কাঙ্কেরেই আইইডি বিস্ফোরণে শহিদ হয়েছিলেন ১২১ নম্বর ব্যাটেলিয়নের দুই বিএসএফ জওয়ান।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NdaZTR

July 15, 2018 at 12:16PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top