আমেরিকায় ডাক বোট উলটে মৃত ১৩ পর্যটক, নিখোঁজ ৪

মিসৌরি, ২০ জুলাইঃ আমেরিকার মিসৌরির এক লেকে পর্যটক বোঝাই একটি ডাক বোট উলটে গিয়ে মৃত্যু হল কমপক্ষে ১৩ জনের। গুরুতর আহত হয়েছেন আরো ৭ জন। ঘটনাটি ঘটেছে মিসৌরির ব্রানসন শহরে। মার্কিন পুলিশ জানায়, ব্রানসন শহরের অন্যতম আকর্ষণীয় স্থান টেবল রক লেক। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ৩০ জন পর্যটককে নিযে একটি ডাক বোট টেবল রক লেক পরিভ্রমণে বেরিয়েছিল। হঠাৎ প্রবল ঝড় শুরু হওয়ায় ডাক বোটটি লেকের জলে উলটে যায়।খবর পেয়ে পুলিশও উদ্ধারকাজে নামে। কিন্তু সকলকে জীবিত অবস্থায় উদ্ধার করা যায়নি। ব্রানসন পুলিশের মুখপাত্র জানান, ওই বোটের ১৩ জন যাত্রীর মৃত্যু হয়েছে এবং ৭ জনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে। এখনও নিখোঁজ ৪ জন। তাঁদের খোঁজ চলছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2LzmpRs

July 20, 2018 at 09:54PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top