মুম্বইয়ে সমুদ্রে নেমে প্রাণ গেল ৪ যুবকের

মুম্বই, ৬ জুলাইঃ মুম্বইয়ের জুহু বিচের কাছে সমুদ্রে নেমে তলিয়ে গিয়েছে ৫ যুবক। পরে ডুবুরিদের সাহায্যে ১ জনকে জীবিত উদ্ধার করা হলেও বাকি ৪ জনকে বাঁচানো সম্ভব হয়নি। ৪ জনের মধ্যে একজনের দেহের হদিশ মেলেনি। পুলিশ জানায়, এই ৫ জনের বয়স ১৭ বছর এবং একজনের বয়স ২২ বছর। ওই যুবকের নাম ওয়াসিম খান। এরা সকেলেই আন্ধেরির ডিএন নগরের বাসিন্দা। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ জুহু বিচ থেকে সমুদ্রে সাঁতার কাটতে নেমেছিলেন। প্রবল স্রোতে টাল সামলাতে না পেরে কয়েক মিনিটের মধ্যেই সকলে তলিয়ে যায়। খবর পেয়ে ডুবুরিরা সমুদ্রে নেমে ২২ বছরের যুবকটিকে জীবিত অবস্থায় উদ্ধার করে।

পুলিশ সূত্রে খবর, মৃত যুবকদের নাম ফারদিন সওদাগর, সোহেল খান, ফইজল শেখ এবং নাজির গাজি।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2KUQlKu

July 06, 2018 at 07:54PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top