তাদের জীবনেরই গুরুত্বপূর্ণ ২০ জুলাই। একজনের অভিষেক ছবির রিলিজ। আরেকজনের মূলধারার ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রথম বড় সুযোগ। তারা হলেন জাহ্নবী কাপুর ও ঈশান খাট্টার। এ দিন মুক্তি পেল শশাঙ্ক খৈতানের পরিচালনায় জুটির প্রথম ছবি ধড়ক। আনন্দবাজার পত্রিকা জানায়, আজ তাদের বড় পরীক্ষা। প্রথম ছবিতেই একদিকে মায়ের সঙ্গে তুলনা শুরু হয়েছে জাহ্নবীর। অন্যদিকে মাজিদ মাজিদির বিয়ন্ড দ্য ক্লাউড-এ সুযোগ পাওয়ার পর মেনস্ট্রিম বলিউডে ঈশান কেমন পারফর্ম করলেন, তা নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। নতুন জুটিকে স্বাগত জানাচ্ছে বলিউড। কিন্তু অভিনয়ের খুঁটিনাটি নিয়ে সমালোচনাও শুরু হয়েছে নানা মহলে। লড়াইটা শুরুর আগেই অনেকে হয়তো ভেবেছিলেন জাহ্নবী এক কদম এগিয়ে থাকবেন। প্রজেক্টের শুরু থেকেই প্রযোজক করণ জোহরের সঙ্গে মেয়ের ভাল-মন্দ নিয়ে লাগাতার মিটিং করতেন শ্রীদেবী। ফেব্রুয়ারিতে তার মৃত্যুর পর জাহ্নবীর পাশে দাঁড়িয়েছিল ইন্ডাস্ট্রি। কর্ণ তো বটেই, তিনি ছাড়াও প্রথম সারির অনেক তারকাই জাহ্নবীর ডেবিউ নিয়ে অনেক বেশি উৎসাহী ছিলেন। মা থাকলে যতটা আনন্দ করে স্ক্রিনিং হত, ততটা হয়ত হলো না। কিন্তু জুহুর স্পেশ্যাল স্ক্রিনিংয়ে বাবা বনি কাপুর, বোন খুশি, ভাই অর্জুন কাপুর সব সময় আগলে রেখেছিলেন জাহ্নবীকে। এই স্টার কিডের ক্যারিয়ার শুরু হয়েছে যেন সমবেদনার মোড়কে। অন্যদিকে বাবা পঙ্কজ কাপুর-ভাই শহীদ কাপুরের ঐতিহ্য, মাজিদ মাজিদির ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা নিয়েও যেন কিছুটা ব্যাকফুটে ছিলেন ঈশান। যদিও ট্রেলারে তার অভিনয়ের প্রশংসা হয়েছে। অনেকেই লম্বা রেসের ঘোড়া বলেছেন। তবুও জাহ্নবীর মতো ততটা আদরও যেন পাননি। মারাঠি রোমান্টিক ছবি সাইরাত-এর রিমেক ধড়ক-এ কেমন অভিনয় করলেন এই দুই স্টার কিড তা নিয়ে প্রচুর আলোচনা হবে। কিন্তু বক্স অফিসের লড়াইয়ের আগেই অন্য একটা লড়াইতে জিতে গেলেন ঈশান। আর তা হল সোশ্যাল মিডিয়ায় লড়াই। গুগল ট্রেন্ড বলছে, সর্বশেষ সাতদিনে জাহ্নবীর তুলনায় ঈশানকে নিয়ে দর্শক অনেক বেশি সার্চ করেছেন। অর্থাৎ শ্রীদেবীর কন্যার তুলনায় ঈশানকে নিয়ে সোশ্যাল অডিয়েন্স বেশি আগ্রহী। গত তিনমাসের রেজাল্টও একই। এমনকী ঈশানের পরিচিতি গুগলে ইন্ডিয়ান অ্যাক্টর বলে। কিন্তু জাহ্নবী এখনো অভিনেত্রীর পরিচয় পাননি। গুগলে জাহ্নবীকে নিয়ে সার্চ করার সময় দর্শক বেশিরভাগ সময় লেখেন শ্রীদেবীর মেয়ে। নীল গ্রাফে জাহ্নবী এবং লাল গ্রাফে ঈশানের রেজাল্ট দেখা যাচ্ছে। অর্থাৎ ময়দানে নেমেই একটা বাজি জিতলেন ঈশান। বাকি খেলাটা কে বাজিমাত্ করবেন, তা জানার জন্য আর কয়েকটা দিনের অপেক্ষা। এমএ/ ০৯:২২/ ২০ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2O4Ubzr
July 21, 2018 at 03:22AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন