বর্ষাকালে বেশী ফোটে অগ্নিশিখা লিলি


উলটচন্ডাল বা অগ্নিশিখা লিলি জাতীয় একটি উদ্ভিদ। Colchicaceae পরিবারের উদ্ভিদটির বৈজ্ঞানিক নামঃ Gloriosa superba L. এর ইংরেজী নাম Glory lily, flame lily, climbing lily, creeping lily, tiger claw fire lily. এই উদ্ভিদটির আদি নিবাস আন্দামান ও ভারত মহাসাগরের বিভিন্ন দ্বীপপুঞ্জ।আমাদের দেশে প্রায় সব জেলায় দেখা যায়।এর ফুল দেখতে খুব সুন্দর। সারা বছরই ফুল দেখা যায়। তবে বর্ষাকালে বেশী ফোটে। চাঁপাইনবাবগঞ্জে হোসেনডাইং থেকে বড় পুকুরিয়া পর্যন্ত রেল লাইনের দুইধারে উলটচন্ডাল বা অগ্নিশিখা  প্রচুর দেখা যায়।
ছবিটি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হোসেনডাইং থেকে ১৬ জুলাই নেয়া । ছবি: রবিউল হাসান ডলার

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ২১-০৭-১৮
 


from Chapainawabganjnews https://ift.tt/2uRle8F

July 21, 2018 at 12:38PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top