অভিনেত্রী তমালিকা অনেক দর্শকনন্দিত নাটকে অভিনয় করেছেন। নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। তাকে সর্বশেষ দেখা গেছে হুমায়ূন আহমেদের ঘেঁটুপুত্র কমলা ছবিতে। মঞ্চে তাকে সর্বশেষ দেখা যায় গত ১৮ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আরণ্যক নাট্যদলের দর্শকনন্দিত নাটক রাঢ়াঙ-এর ১৮০তম প্রদর্শনীতে। কিন্তু, অভিনয় থেকে বিরতি নিয়ে তমালিকা চলে গেছেন যুক্তরাষ্ট্রে। সেখানেই তিনি স্থায়ী হবেন বলে জানা গেছে। ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, টিভি নাটকের অভিনয়ে আগের মতো কাজ নেই। অনেকদিন ধরেই অনিয়মিত কাজ করে যাচ্ছিলেন তিনি। তাই জীবনের টানাপোড়েনে ভুগছিলেন। অবশেষে, এই অভিনেত্রী পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্টে। গত ২১ জুলাই আমেরিকার উদ্দেশ্যে দেশ ছাড়েন তমালিকা। যাত্রাপথে ফেসবুকে ছবিও পোস্ট করেন। তমালিকা তার ক্যারিয়ারজুড়ে মঞ্চ মাতিয়েছেন অনেকবার। রাঢ়াঙ নাটকে শ্যামলী, ময়ূর সিংহাসন-এ কৃষ্ণা এবং বিদ্যাসাগর-এ রাধা চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী। কিত্তনখোলা ছবিতে অভিনয়ের জন্য ২০০২ সালে শ্রেষ্ঠ পার্শ্ব-অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তমালিকা। এমএ/ ০৭:৫৫/ ২৩ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2uUssZG
July 24, 2018 at 01:56AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top