কলকাতা, ২৮ জুলাই- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম না করে সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুক্রবার বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, কৃষকদের বিমার আবেদনপত্রে প্রধানমন্ত্রীর ছবি রয়েছে। খাজনার থেকে বাজনা বেশি! দেশে ঋণের দায়ে ১২ হাজার কৃষক আত্মহত্যা করেছেন। এর মধ্যে মহারাষ্ট্র ও গুজরাটেই ২ হাজার ২২ জন। কিন্তু আমাদের রাজ্যে একজন কৃষকও আত্মহত্যা করেননি। মুখ্যমন্ত্রী বলেন, সহায়ক মূল্য বাড়ানোর দাবি একদম ভুল। কেন্দ্র বলেছে সহায়ক মূল্য কুইন্টালপ্রতি ৫০ শতাংশ বাড়ানো হয়েছে। আসলে বাড়িয়েছে মাত্র ২০০ টাকা। মুখ্যমন্ত্রী এদিন জানান, আমরা কৃষকদের কিসান ক্রেডিট কার্ড করে দিয়েছি। রাজ্যের কৃষকেরা এখন আর্থিক দিক থেকে অনেক ভাল আছেন। ৩০ লক্ষ কৃষকের জন্য রাজ্য নানা ধরনের পরিকল্পনা নিয়েছে। খাজনা, মিউটেশন মকুব করা হয়েছে। রাতে সেচের কাজের জন্য বিদ্যুৎ দেওয়া হয়েছে। কৃষিরত্ন পুরস্কার দেওয়া হয়েছে। সমবায় ব্যাঙ্ক থেকে ঋণ দেওয়া হয়েছে। কিন্তু রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি কৃষকদের ঋণ দিচ্ছে না। রাজ্যে কৃষকদের জন্য যেসব পরিকল্পনা করা হয়েছে, গোটা দেশের অনুসরণ করা দরকার। মুখ্যমন্ত্রী বলেন, এখন আবার দেখছি আধার কার্ড বাধ্যতামূলক করে দিয়েছে। আধার কার্ড দিয়ে কি জঙ্গি আটকানো গেছে? শিলিগুড়িতে ২ জন চীনের নাগরিক ধরা পড়ল। তাদের কাছে আধার কার্ডও ছিল! কেন্দ্র পশ্চিমবঙ্গ পুলিসের সঙ্গে কোনও তথ্যই দেওয়ানেওয়া করছে না। সহায়ক মূল্য বাড়ানো নিয়ে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানান, স্বামীনাথন কমিটি সহায়ক মূল্য ২,২০০ টাকা বাড়াতে বলেছিল। কিন্তু কেন্দ্র বাড়িয়েছে ২০০ টাকা। এদিন ধানের অভাবী বিক্রি নিয়ে খাদ্যমন্ত্রীর কাছে জানতে চান কংগ্রেস বিধায়ক অসিত মিত্র। খাদ্যমন্ত্রী জানান, ধানের অভাবী বিক্রি এ রাজ্যে নেই। ধান বিক্রির ব্যবস্থা হয়েছে। কৃষকদের থেকে সরাসরি ধান কেনা হচ্ছে। বিভিন্ন জেলায় মুখ্যমন্ত্রীর নির্দেশে গুদাম তৈরি করা হয়েছে। সেখানে ৪০, ৫০ ও ৬০ হাজার মেট্রিক টন পর্যন্ত ধান রাখা হচ্ছে। কুইন্টালপিছু কৃষকদের ৫০ টাকা উৎসাহ ভাতা দেওয়া হচ্ছে। তথ্যসূত্র: আজকাল এআর/০৯:২০/২৮ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2OnlRQl
July 29, 2018 at 03:18AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top