নয়াদিল্লি, ২০ জুলাইঃ লোকসভায় সৌজন্যের বিরল নজির। অনাস্থা প্রস্তাবের ওপর বিতর্কে বক্তব্য পেশ করেতে গিয়ে বিভিন্ন ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণের পর জড়িয়ে ধরলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি।
শুক্রবার রাহুল বলেন, দেশের নারী, সংখ্যালঘু, দলিত কেউ সুরক্ষিত নয়। আর এই ব্যাপারে কোনও কথা বলছেন না প্রধানমন্ত্রী। কিন্তু শেষে সহিষ্ণুতার বার্তা দিয়ে রাহুল বলেন, ‘আপনাদের মনে আমার প্রতি ঘৃণা আছে। আবার অনেক আমায় গালাগাল করেও থাকেন। কিন্তু আমার ভিতরে আপনার সম্পর্কে কোনও ঘৃণা, বিদ্বেষ নেই।’ এ কথা বলে সোজা হেঁটে গিয়ে প্রধানমন্ত্রীকে আলিঙ্গন করেন তিনি। ঘটনার পর রাহুলকে কানে কানে কিছু বলেন প্রধানমন্ত্রী। দুজনকে হাত মেলাতে দেখা যায়।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NxeQeq
July 20, 2018 at 05:02PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন