নয়াদিল্লি, ২৬ জুলাইঃ ফের গবাদি পাচারের সন্দেহে চারজনকে মারধরের অভিযোগ উঠল উত্তেজিত জনতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হাথরাস জেলার নাগলা মান্ধাতা গ্রামে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনতার হাত থেকে ওই চারজনকে উদ্ধার করে। পুলিশ সুপার সুশীল ঘুলে জানিয়েছেন, অভিযুক্ত চারজন একটি মরা মহিষ নিয়ে যাচ্ছিলেন। ওই মহিষ মালিকের অভিযোগ, পশুটিকে বিষ দিয়ে মারেন অভিযুক্ত ওই চারজন। এই অভিযোগেই শুরু হয় মারধর। অভিযুক্তদের বিরুদ্ধে গবাদি পশু পাচারের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। ঘটনার তদন্ত চলছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2AdydaS
July 26, 2018 at 04:41PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন