কর্মীদের নৈতিকতা ও সততার শিক্ষা দেবে রেল

নয়াদিল্লি, ৫ জুলাইঃ রেলকর্মীদের দেওয়া হবে সততা ও নৈতিকতার পাঠ। এক রেল আধিকারিক জানিয়েছেন, ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে এই পাঠ। রেল মিউজিয়ামের এই ক্লাসে হাজির থাকবেন ১৭টি জোনের ১৫০ জন অফিসার ও সুপারভাইজার। এই ক্লাসে প্রধান বক্তা হিসেবে থাকবেন রেলবোর্ডের চেয়ারম্যান অশ্বিনী লোহানি। রেলের সকল জোনে এই ক্লাস সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হবে।

এ বিষয়ে লোহানি বলেছেন, ‘আধিকারিকদের ব্যবহারে বদল আনতে নৈতিকতা ও সততার পাঠ দেওয়া হবে। আমরা রেলের সব কর্মীকেই এই পাঠ দিতে চাই।’

জানা গিয়েছে, প্রথমে নয়াদিল্লিতে ক্লাস হলেও, পরবর্তীকালে সব জোনেই ক্লাসের পরিকল্পনা রয়েছে। যত দ্রুত সম্ভব সূচি তৈরির চেষ্টা চলছে। সরকারি কাজের সময় কর্মী ও আধিকারিকরা যাতে ‘হ্যাঁ’ বা ‘না’ বলতে পারেন এবং তাঁদের মনে কোনওরকম দ্বিধা না থাকে, তা নিশ্চিত করতেই এই ক্লাসের ব্যবস্থা করা হচ্ছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2IZTHH8

July 05, 2018 at 07:19PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top