নয়াদিল্লি, ১ জুলাঃ মার্সিডিজ গাড়ি ও আর দুধের ওপর কী একই হারে কর বসতে পারে? জিএসটি-র বছরপূর্তিতে সিঙ্গল ট্যাক্স রেটের সমালচনা করে এই প্রশ্নই করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার প্রধানমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হল অপ্রত্যক্ষ কর সহজ করা ও ‘ইনস্পেক্টর রাজ’ বন্ধ করা। জিএসটি-র সাফল্য তুলে ধরতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর দেশে মোট ৬৬ লক্ষ পরোক্ষ করদাতা নথিভুক্ত হয়েছেন। কিন্তু সেখানে জিএসটি চালু হওয়ার এক বছরের মধ্যে প্রায় ৪৮ লক্ষ নতুন সংস্থা নথিভুক্ত হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2KlkoLX
July 01, 2018 at 05:52PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন