গায়ানা, ২৬ জুলাই- টেস্ট সিরিজে ক্যারিবীয়ানদের বিপক্ষে দাঁড়াতেই পারেনি টাইগাররা। টেস্টের বিভীষিকা কাটিয়ে ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়িয়েছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দাপটের সঙ্গে জিতে সিরিজে এগিয়ে রয়েছে টাইগাররা। একই মাঠে সিরিজ জয়ের লক্ষ্যে গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে টিম-বাংলাদেশ। ইতিমধ্যে দ্বিতীয় ওয়ানডে টস সম্পন্ন হয়েছে। প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ওয়ানডতেও টস জিতেছে বাংলাদেশ। তবে প্রথমে টস জিতে বোলিং করার সিদান্ত নেয় বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। প্রথম ওয়ানডের একাদশ নিয়েই খেলছে বাংলাদেশ। কোনো পরিবর্তন আনেননি মাশরাফি। আরেকবার সুযোগ পেলেন এনামুল হক বিজয়। ওয়েস্ট ইন্ডিজ দলে একটি পরিবর্তন আনা হয়েছে। ইনজুরির কারণে নেই অলরাউন্ডার আন্দ্রে রাসেল। তার জায়গায় আসছেন কেমো পল। বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মাহেদী হাসান, মাশরাফিবিন মর্তুজা, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান। ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রিস গেইল, ইভিন লুইস, শাই হোপ, শিম্রন হ্যাটিমিয়ার, জেসন মোহাম্মদ, জেসন হোল্ডার , রভম্যান পাওয়েল, অ্যাশলে নার্স, কেমো পল, দেবেন্দ্র বিশু, আলজেরারি জোসেফ সূত্র: বিডি২৪লাইভ আর/১০:১৪/২৫ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2v8dS0C
July 26, 2018 at 06:34AM
26 Jul 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top