তিস্তা সেতুতে দুর্ঘটনা, মৃত ১

ময়নাগুড়ি, ১০ জুলাইঃ তিস্তা সেতুতে দুর্ঘটনায় মৃত্যু হল পিন্টু রায় নামে এক ব্যক্তির। তিনি পন্যবাহি ট্রাকের চালক৷ ঘটনায় আহত হয়েছেন আরও এক জন। জানা গিয়েছে, মঙ্গলবার ভোরে দুই পন্যবাহি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের জেরে এই দুর্ঘটনাটি ঘটে। ট্রাক দুটিকে আটক করা হয়েছে।

এদিন সকালে ট্রাকে বালি বোঝাই করে ময়নাগুড়ির দিক থেকে জলপাইগুড়ি যাওয়ার সময় উলটোদিক থেকে আসা অপর একটি পন্যবাহি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার জেরে তিস্তা সেতুর উপর ব্যাপক যানজট সৃষ্টি হয়। এইদিনই এই পথ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিলিগুড়ি থেকে চ্যাংরাবান্ধা যাওয়ার কথা ছিল। জলপাইগুড়ি কোতোয়ালি থানা, ময়নাগুড়ি থানা ও হাইওয়ে ট্রাফিকের পুলিশ কর্মিরা যানজট মোকাবিলায় হাত লাগান। পুলিশের তৎপরতায় দীর্ঘ সময় বাদে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত চলছে।

সংবাদদাতাঃ অভিরুপ দে



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2m5V3Hm

July 10, 2018 at 04:02PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top