রায়গঞ্জ, ২২ জুলাইঃ পণের টাকা না পাওয়ায় গৃহবধূকে খুনের অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
তিন মাস আগে রায়গঞ্জের বরুয়া গ্রাম পঞ্চায়েতের মণ্ডলপাড়ার সারজুনা খাতুনের সঙ্গে রায়গঞ্জের বিন্দোল গ্রাম পঞ্চায়েতের ঘোড়াডাঙির সামিদুর রহমানের বিয়ে হয়। বিয়ের সময় পাত্রপক্ষকে পণ হিসেবে এক লক্ষ টাকা ও একটি বাইক দেওয়া হয়। অভিযোগ, পণের বাকি এক লক্ষ টাকার জন্য বিয়ের দু’দিন পর থেকেই সারজুনার উপর শারীরিক ও মানসিক অত্যাচার শুরু করে স্বামী সামিদুর সহ শ্বশুরবাড়ির লোকজন। বিষয়টি মেটানোর জন্য গ্রামে সালিশি সভাও বসে। কিন্তু তাতেও লাভ হয়নি। পণের টাকা না দিলে সারজুনাকে বাড়িতে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়ে দেয় তার শ্বশুর। এরপর সারজুনা বাপের বাড়ি মণ্ডলপাড়ায় চলে আসে।
শনিবার বিকেলে সারজুনার বাড়িতে আসে সামিদুর। তাকে ঘুরতে নিয়ে যাবে বলে বাইকে চাপিয়ে নিয়ে যায়। এরপর বড় বরুয়া এলাকায় সারজুনাকে বাইক থেকে ফেলে দেয় সামিদুর। তারপর তার উপর দিয়ে মোটরবাইক চালিয়ে দেয় বলে অভিযোগ। এরপর মৃত্যু নিশ্চিত করতে সারজুনার মাথায় হেলমেট দিয়ে একাধিকবার আঘাত করে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় সারজুনাকে উদ্ধার করে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করে। রবিবার সকালে সারজুনার মৃত্যু হয়।
মৃতার বাবা বদির মহম্মদ সামিদুর ও তার পরিবারের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠায়।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2LsfTix
July 22, 2018 at 05:52PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন