সিমিকোট ও হিলসায় চলছে উদ্ধারপর্ব, আগামী তীর্থযাত্রীদের সতর্কবার্তা কেন্দ্রের

নয়াদিল্লি, ৫ জুলাইঃ নেপালে এখনও আটকে প্রায় হাজার তীর্থযাত্রী। এই পরিস্থিতিতে কৈলাশ মানস সরোবর তীর্থযাত্রীদের উদ্দেশ্যে বিদেশমন্ত্রকের আগাম সতর্কবার্তা, আবহাওয়া প্রতিকূল হলে থমকে যেতে পারে যাত্রা।

নেপালগঞ্জ-সিমিকোট-হিলসা রুটের আবহাওয়া আচমকা প্রতিকূল হওয়ায় নেপালে আটকে রয়েছেন কৈলাশ মানস সরোবর যাত্রায় অংশ নেওয়া তীর্থযাত্রীরা। তাঁদের সেখান থেকে উদ্ধার করার প্রক্রিয়া চালাচ্ছে কেন্দ্র। সাহায্য নেওয়া হচ্ছে নেপাল প্রশাসনের। নেপালের ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, এখনও সিমিকোট ও হিলসায় প্রায় হাজার খানেক ভারতীয় তীর্থযাত্রী আটকে রয়েছেন। গতকাল হিলসা থেকে ২৫০ জনকে উদ্ধার করা হয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2KBi2c8

July 05, 2018 at 05:41PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top