দুটি অস্বাভাবিক মৃত্যু, শোকের ছায়া শহরে

শিলিগুড়ি, ২৬ জুলাইঃ দুটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে শিলিগুড়িতে। প্রথম ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুরনিগমের ৪৪ নম্বর ওয়ার্ডের দশরথপল্লী এলাকায়। মৃতের নাম শঙ্কর রায়। বুধবার রাতে নিজের ঘরের ভেতর থেকেই শঙ্করবাবুর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন ওই ব্যক্তি। গত চার মাস আগেই দশরথপল্লী এলাকায় খুন হয়েছিলেন শঙ্করবাবু ছেলে। অভিযুক্তদের গ্রেফতারও করেছিল পুলিশ। সেইসময় উত্তেজিত জনতা অভিযুক্তদের বাড়ি ভাঙচুর করেছিল। সেই ভাঙচুরের ঘটনায় শঙ্কর রায় সহ বেশ কয়েকজনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিল অভিযুক্তদের পরিবার। সেই ঘটনায় গত সোমবার শঙ্করবাবুকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। মঙ্গলবার জামিনে বেরিয়ে আসেন শঙ্কর রায়। এরপর থেকেই তিনি মানসিক ভাবে ভেঙে পরেন বলে পরিবার সূত্রে খবর।

অপর ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির মাল্লাগুড়ি মোড় সংলগ্ন এলাকায়। বৃহস্পতিবার সকালে বাড়ির ভেতর থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতের নাম পাশাং শেরপা। জানা গিয়েছে তিনি প্রাক্তন সেনকর্মী। এদিন সকালে ঘরের ভেতরে পরিবারের লোকজন প্রথম তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান। এরপরেই খবর দেওয়া হয় থানায়। খবর পেয়ে প্রধাননগর থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। দুটি ঘটনারই তদন্ত শুরু করেছে পুলিশ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2LDELUI

July 26, 2018 at 08:39PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top