আবু ধাবি, ২ জুলাইঃ জলসঙ্কট দূর করতে আর্ন্টার্কটিকার তুষারস্তূপ আনবে ইউএই। সোমবার এই প্রকল্পটির ঘোষণা করে ইউএই এর ন্যাশনাল অ্যাডভাইসর ব্যুরো। সেখানে বলা হয়, জলসংকট দূর করতে আর্ন্টার্কটিকা থেকে বরফের স্তূপ জল সরবরাহ করা হবে শহরগুলিতে।
প্রকল্পটি বাস্তবায়ন করতে প্রায় ৬০ মিলিয়ন ইউএস ডলার খরচ হবে বলে মনে করছে সেদেশের প্রসাশন৷ জানা গিয়েছে, আগামী বছরের মধ্যেই শুরু হবে প্রজেক্টটির কাজ৷
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2tN3oEg
July 02, 2018 at 05:46PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন