কলকাতা, ১ জুলাইঃ পুলিশের ই-মেল হ্যাক করে বিভিন্ন থানা ও প্রশাসনিক সংস্থা থেকে তথ্য সংগ্রহের অভিযোগে গ্রেফতার হল এক যুবক। ধৃতের নাম মহম্মদ ফকিরুদ্দিন (৩০)। ধৃত যুবকের সঙ্গে জঙ্গি যোগ রয়েছে কিনা তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থানার ই-মেল হ্যাক করে অভিযুক্ত যুবক বিভিন্ন থানা ও সংস্থা থেকে নানা তথ্য চেয়ে মেইল করত। একটি থানার পক্ষ থেকে যে তথ্য জানার বা সংগ্রহ করার কোনো অধিকার নেই সেই সমস্ত তথ্য জানতে চাওয়ায় পুলিশের বড়ো কর্তাদের দপ্তরে সন্দেহ দানা বাধে। গোপনে তারা তদন্তে নেমে বাদুড়িয়া থানার ই-মেল হ্যাক করার বিষয়টি জানতে পারেন। এরপরই তারা তথ্য প্রযুক্তির বিশেষজ্ঞকে দিয়ে অভিযুক্ত ফকিরুদ্দিনের কথা জানতে পারেন। এরপরই রবিবার বাংলাদেশে সীমান্তবর্তী এলাকা মঙ্গলপুর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2IGWDbI
July 01, 2018 at 10:40PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন