প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত জাপান, মৃত ২৭, ১৬ লক্ষ ঘরছাড়া

টোকিও, ৭ জুলাইঃ প্রবল বর্ষণে বিধ্বস্ত পশ্চিম-মধ্য জাপান। বন্যায় ইতিমধ্যে মৃত্যু হয়েছে ২৭ জনের। টানা বৃষ্টিপাতের জেরে ১৬ লক্ষেরও বেশি মানুষ ঘরছাড়া। জানা গিয়েছে, নিখোঁজ ৫০ জনের এখনও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। জাপানের আবহাওয়া বিভাগ হনশু দ্বীপের পশ্চিমের চারটি এলাকার জন্য বিশেষ সতর্কতা জারি করেছে। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে বৃষ্টিসিক্ত এলাকাগুলোতে রবিবারও প্রবল বৃষ্টি হতে পারে। বৃষ্টিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জাপানের কিয়োটো। কিয়োটোর বেশ কিছু বাঁধ থেকে জল ছাড়ার কারণে বিস্তীর্ণ এলাকা জলের তলায় বলে জানা গিয়েছে। বন্যা এবং ভূমিধসের আশঙ্কায় ১৬ লক্ষেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধারে নেমেছে সেনা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2KUZeDZ

July 07, 2018 at 05:25PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top