সিডনি, ১০ জুলাইঃ দীর্ঘ ৮ বছর ধরে খোঁজাখুঁজির পর অবশেষে জীবিত অবস্থায় উদ্ধার হয়েছে ৬০০ কিলোগ্রাম ওজনের দৈত্যাকৃতি কুমির। মঙ্গলবার সকালে অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে ক্যাথেরাইন নদী থেকে সেখানকার বন্যপ্রাণী অভিযান ইউনিটের কর্মীরা কুমিরটিকে উদ্ধার করেছেন। এই ইউনিটের এক আধিকারিক জানান, উদ্ধার হওয়া দৈত্যাকৃতি কুমিরটির দেহ ৪.৭ মিটার চওড়া এবং এর বয়স আনুমানিক ৬০ বছর হবে। নোনা জলের কুমির সাধারণত এতবড়ো হয় না। এটি ব্যতিক্রম। ২০১০ সালে ক্যাথেরাইন নদীতে প্রথমবার কুমিরটির দেখা মিলেছিল। সেই থেকে দীর্ঘ চেষ্টার পর অবশেষে কুমিরটিকে ধরা সম্ভব হয়েছে। এটিকে আপাতত লোকালয় থেকে দূরে একটি কুমির ফার্মে রাখা হয়েছে বলে জানান অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের বন্যপ্রাণী অভিযান ইউনিটের প্রধান ট্রেসি ডালডিগ।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2J9vFty
July 11, 2018 at 12:05AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন