সংরক্ষণের দাবিতে ফের আত্মঘাতী মারাঠি যুবক

নয়াদিল্লি, ৩১ জুলাইঃ মহারাষ্ট্রে ফের আত্মঘাতী এক বিক্ষোভকারী। জানা গিয়েছে, আত্মঘাতী বিক্ষোভকারীর নাম প্রমোদ জয়সিং হোর। সংরক্ষণের দাবি ফলপ্রসূ হওয়া নিয়ে ফেসবুকে এই পোস্ট করেই চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন তিনি। মৃত্যুর আগে প্রমোদ লেখেন, ‘আজ একজন মারাঠি চলে যাচ্ছে। তবে সংরক্ষণের দাবি যেন থেমে না যায়।’ সংরক্ষণের সমর্থনে প্রমোদ যে আত্মহননের পথ বেছে নিয়েছেন তা রবিবারই একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করে ছড়িয়ে দেন। এই প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, রবিবার মহারাষ্ট্রের মুকুন্দওয়াড়ি স্টেশনে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেন ওই যুবক। ঝাঁপ দেওয়ার আগে ফেসবুকে রেলট্র্যাকের ছবিও পোস্ট করেন প্রমোদ। সোমবার সকালে তাঁর ছিন্নভিন্ন দেহটি উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, সরকারি চাকরি ও পড়াশোনার ক্ষেত্রে সংরক্ষণের দাবি তুলে বিক্ষোভে নেমেছে গোটা মহারাষ্ট্র। এইনিয়ে গত এক সপ্তাহে সংরক্ষণের দাবিতে তিন জন বিক্ষোভকারী আত্মঘাতী হয়েছেন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2OxxwMv

July 31, 2018 at 03:57PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top