কলকাতা, ৩০ জুলাইঃ অসমের ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনস (এনআরসি)-র দ্বিতীয় ও চূড়ান্ত খসড়া প্রকাশিত হয়েছে। এই ইশুতে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘অসমে নাগরিক-পঞ্জী থেকে ৪০ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। বাঙালিদের জোর করে তাড়ানো হচ্ছে না তো?’ নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন, ‘সমস্ত যোগাযোগ, ইনটারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। আধার কার্ড আছে, তবু তালিকায় নাম নেই। প্রতিটি রাজ্যেই অন্য রাজ্যের লোক থাকে। মুর্শিদাবাদ, উত্তরবঙ্গের লোকেদের বলা হচ্ছে বাইরের লোক। ভোটের দিকে তাকিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অসমের বাঙালিদের নিয়ে আমরা উদ্বিগ্ন। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলব।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2LISNEq
July 30, 2018 at 02:46PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন