ঢাকা, ২৮ জুলাই- বেশ খোশ মেজাজেই মঞ্চে বসে আছেন অপু বিশ্বাস। সেই সময় স্পিকারে একটা গান বেজে উঠলে। সবাই সাভাবিকভাবেই উপভোগ করছিলেন গানটি। হঠাৎ করে গানে ব্রিজ লাইনটি বেজে উঠলো আমি সেই অপু বিশ্বাস। গানের মধ্যে নিজের নাম শুনেই চমকে উঠলেন অপু। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান এসএস মাল্টিমিডিয়া হাউসের নতুন প্রতিষ্ঠান এসএস মিউজিক ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন অপু বিশ্বাস। ঘটনাটি ঘটেছে সেখানেই। গানটি শোনার সঙ্গে সঙ্গেই নিজের প্রতিক্রিয়া জানালেন অপু। তিনি বললেন, আমি প্রস্তুত ছিলাম না এমন সারপ্রাইজের জন্য। অনেকদিন পর এত বড় একটা সারপ্রাইজ পেলাম। আমি আগে ভাবতেও পারিনি যে আমার জন্য এত বড় একটি সারপ্রাইজ অপেক্ষা করছে। সত্যি অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না। নতুন প্রতিষ্ঠানটির জন্য আমার অনেক শুভকামনা রইল। এসএস মিউজিক ক্লাবের যাত্রা শুরুর এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির কর্ণধার আফরোজা সুলতানা পপি, উপদেষ্টা ও গীতিকার বিলিয়ান বিপু, সঙ্গীত পরিচালক আবিদ রনি ও নির্মাতা ওসমান মিরাজসহ শোবিজ অঙ্গনের অনেকে। অনুষ্ঠানে একসঙ্গে পাঁচটি মিউজিক ভিডিও দিয়ে এসএস মিউজিক ক্লাবের ইউটিউব চ্যানেলের উদ্বোধন করা হয়। এখন থেকে চ্যানেলটিতে দেশের বরেণ্য ও জনপ্রিয় সঙ্গীতশিল্পীদের গান ও মিউজিক ভিডিও নিয়মিত প্রকাশ করা হবে বলেও জানানো হয়। সবগুলো গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তরুণ নির্মাতা ওসমান মিরাজ। প্রতিষ্ঠানটির উপদেষ্টা বিলিয়ান বিপু বলেন, ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি আমার ভালোবাসা রয়েছে। সঙ্গীতকে আমি নিজের মধ্যে ধারণ করি। সে ভালোবাসা থেকেই আজ এসএস মিউজিক ক্লাবের সঙ্গে যুক্ত হওয়া। আমার বিশ্বাস প্রতিষ্ঠানটি থেকে ভালো মানের গান ও মিউজিক ভিডিও সবাইকে উপহার দিতে পারবো। নতুন প্রকাশিত গানগুলোর মধ্যে বিলিয়ান বিপুর কথায় মনকে খুঁজেছি গানে কণ্ঠ দিয়েছেন সোহান ও রেশমি। এই গানটির সুর ও সঙ্গীত করেছেন সুষমিত মণ্ডল। আবিদ রনির সুর, সঙ্গীত ও কথায় অস্থির সময় গানে কণ্ঠ দিয়েছেন আতিক সামস। মন শুধু চায় গানে কণ্ঠ দিয়েছেন ন্যানসি ও আতিক সামস। এই গানটিরও সুর, সঙ্গীত ও কথা আবিদ রনির। কণ্ঠ দেওয়ার পাশাপাশি দূরে তুমি গানটির সুর, সঙ্গীত ও কথা মাহমুদ সানি। নিজের সুর ও সঙ্গীতে হারিয়েছি তোর প্রেমে গানে কণ্ঠ দিয়েছেন সুষমিত মণ্ডল। কথা লিখেছেন বিলিয়ান বিপু। গানগুলোর ভিডিওতে মডেল হয়েছেন- আমান রেজা, আশফাক রানা, লিয়ানা লিয়া, তারেক, রিও, ঝরা, তৃষ্ণা, সূচি, মাহামুদ সানি ও জেরিন। অনুষ্ঠানে সবগুলো মিউজিক ভিডিও প্রদর্শন করা হয়। সূত্র: জাগোনিউজ২৪ আর/১৭:১৪/২৮ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2vbxwsQ
July 28, 2018 at 11:47PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন