ন্যাশনাল পুলিশ অ্যাকাডেমির পরীক্ষায় ১২২ জনের মধ্যে ফেল ১১৯ জন আইপিএস অফিসার

হায়দরাবার, ৮ জুলাইঃ হায়দরাবাদে সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ অ্যাকাডেমির পরীক্ষায় ২০১৬-র ব্যাচের ১২২ জন আইপিএস অফিসারের মধ্যে ফেল করলেন ১১৯ জনই। অথচ কিছুদিনের মধ্যে এঁরাই পুলিশ কর্তা হিসেবে নিযুক্ত হবেন।

পরীক্ষা দিয়েছিলেন মোট ১৩৬ জন অফিসার। এর মধ্যে ১৪জন ফরেন পুলিশ ফোর্সের অফিসার। এক বা একাধিক বিষয়ে ফেল করা অফিসাররা আরও দু-বার নিজের নিজের বিষয় ক্লিয়ার করার সুযোগ পাবেন। তিন বারেও সব বিষয়ে পাশ করতে না পারলে পুলিশের চাকরি থেকে বরখাস্ত করা হবে। যে সব বিষয়ে অফিসাররা সবচেয়ে বেশি ফেল করেছেন তা হল ইন্ডিয়ান পেনাল কোড এবং ক্রিমিনাল প্রসিডিওর কোড।

হায়দরাবাদের পুলিশ অ্যাকাডেমিতে ৪৫ সপ্তাহ ধরে প্রশিক্ষণ চলে সদ্য পাশ করা আইপিএস অফিসারদের। অস্ত্র চালনা, সাঁতার, যোগা, ঘোড়ায় চড়া, আইপিসি, ফরেন্সিক সায়েন্স, ফরেন্সিক মেডিসিনের কোর্সও শেখানো হয় এখানে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2zk1FeV

July 08, 2018 at 05:35PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top