ঢাকা, ২৯ জুলাই- প্রথম ওয়ানডেতে দাপুটে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে হেরে যায় টাইগাররা। গতকাল তৃতীয় ও শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জয় করে বাংলাদেশ। ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেও দুঃসংবাদ টাইগার শিবিরে। কারণ ওয়ানডে সিরিজ জিতেও রেটিং পয়েন্ট হারাতে হচ্ছে বাংলাদেশ দলকে। ১ রেটিং পয়েন্ট হারিয়েছে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন বাংলাদেশ দল। এখন বাংলাদেশের ওয়ানডেতে রেটিং পয়েন্ট ৯১। তবে রেটিং পয়েন্ট হারালেও র্যাংকিংয়ে তেমন কোনো হেরফের হয়নি বাংলাদেশের। ২০১৫ সালে ওয়ানডে র্যাংকিংয়ে ৭ উঠে আসা বাংলাদেশ সেই আগের অবস্থানেই আছে। আইসিসির ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশের তুলনায় নিচের দিকে অবস্থান ওয়েস্ট ইন্ডিজের। বাংলাদেশ যেখানে ৭, সেখানে ক্যারিবীয় দলের অবস্থান ৯। মূলত র্যাংকিংয়ের নিচের দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের একটি ম্যাচে হেরে যাওয়ায় ১ রেটিং পয়েন্ট হারাতে হলো মাশরাফি-তামিমদের। সূত্র: বিডি২৪লাইভ আর/১০:১৪/২৯ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2LuZvi1
July 30, 2018 at 05:23AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top