রিয়াল মাদ্রিদ ছেড়ে পাড়ি জমিয়েছেন জুভেন্টাসে। গত সোমবারই জুভেন্টাস বরণ করে নিয়েছে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে। কিন্তু কেন চলে গেলেন স্পেন ছেড়ে ইতালিতে? এতদিন অনেক কানাঘুষো শোনা গেলেও আসল সত্যিটা জানালেন স্বয়ং রোনালদো। কোনও তাড়াহুড়ো নয়। মাথা ঠাণ্ডা রেখেই রিয়াল মাদ্রিদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন রোনালদো। নতুন চ্যালেঞ্জ নিতে তিনি ভালবাসেন। রোনাল্ডোর কথায়, আমি বর্তমান নিয়ে ভাবি। বয়সে এখনও তরুণ আমি। নতুন চ্যালেঞ্জ নিতে ভালবাসি। স্পোর্টিং লিসবন থেকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড হোক কিংবা রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাস। মাথা ঠাণ্ডা করেই সিদ্ধান্ত নিয়েছি। জুভেন্টাস ইতালির সেরা ক্লাব। মার্সিমিলিয়ানো আলেগ্রির মতো দারুণ ম্যানেজার রয়েছে। তাছাড়া ভীষণ উচ্চাকাঙ্খী আমি। আশা করছি সবকিছুই ভাল হবে। সাহসীদের ক্ষেত্রেই কিন্তু ভাগ্য সাহায্য করে। তার বয়স এখন ৩৩ বছর। বয়স অনেকটাই বেড়েছে। রোনালদোর বয়সী অনেক ফুটবলারই এই বয়সে কাতার কিংবা চীনের ক্লাবে খেলতে যাওয়ার ভাবনাচিন্তা করেন। সেখানে রোনালদো এসেছেন জুভেন্টাসে। সিআরসেভেনের কথায়, বয়স ৩৩ মানে অনেকেই ভাবে ক্যারিয়ার প্রায় শেষ। কিন্তু আমি তা ভাবি না। জুভেন্টাস বড় ক্লাব। তাই এখানে খেলার সুযোগ পেয়ে আমি আনন্দিত। জুভেন্টাসে যোগ দেওয়ার আরও একটি বড় কারণ রয়েছে রোনালদোর। তা হল সমর্থকদের ভালবাসা। রোনালদো নিজেই বলেছেন, শেষ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে জুভেন্টাসের মুখোমুখি হয়েছিলাম। আমি দুরন্ত একটা গোল করেছিলাম। খেলা শেষে জুভেন্টাস সমর্থকরা উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে আমায় সম্মানিত করেছিল। এই ভালবাসাটা ভুলতে পারিনি। জুভেন্টাসে নিজের লক্ষ্যও ঠিক করে নিয়েছেন রোনালদো। তিনি বলেছেন, চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি সিরি আ জিততে চাই। আশা করছি জুভেন্টাসকে সাফল্য এনে দিতে পারব। সূত্র: বাংলাদেশ প্রতিদিন আর/০৭:১৪/২০ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2zVh9pN
July 20, 2018 at 03:22PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top