আগরতলা, ১৩ জুলাইঃ ২৪ ঘণ্টায় ত্রিপুরার বিভিন্ন স্থান থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ মাদক। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে এই মাদক উদ্ধার করে। জিআরপি ও আরপিএফ যৌথ অভিযান চালিয়ে প্রথমে আগরতলা রেল স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে ১১০ কেজি গাঁজা উদ্ধার করে। এই গাঁজা ৫৫টি প্যাকেটে ৭টি ব্যাগের মধ্যে রাখা ছিল। জানা গিয়েছে, এর বাজারদর ৬ লক্ষ ৬০ হাজার টাকা। এরপর আগরতলা থেকে দিল্লিগামী ট্রেনের এসি কামরায় তল্লাশি চালিয়ে দুই ব্যক্তির কাছ থেকে প্রায় ৫৫কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়। গতকাল বিকেলে আগাম খবরের ভিত্তিতে উত্তর জেলার ধর্মনগর বাজারে অভিযান চালিয়ে নেশার জন্য ব্যবহৃত ১১০ বোতল কাফ সিরাপ উদ্ধার করা হয়।
গতকাল বিকেলে পশ্চিম জেলার জিরানিয়া মহকুমা পুলিশ আধিকারিক বনজ বিপ্লব দাসের নেতৃত্বে রাস্তার পাকা সেতুতে অভিযান চালিয়ে ১৯২ প্যাকেট গাঁজা উদ্ধার হয়। এসডিপিও জানিয়েছেন, আশপাশের এলাকার অন্য পাকা সেতুর নিচেও তল্লাশি চলছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2zxY9xn
July 13, 2018 at 12:32PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন