দুবাই, ১১ জুলাই- উইম্বলডনে দুরন্ত ফর্মে রয়েছেন রজার ফেদেরার। টুর্নামেন্টের শীর্ষ বাছাই রজার সোমবার চতুর্থ রাউন্ডে আদ্রিয়ান মানারিনোকে ৬-০, ৭-৫, ৬-৪ গুঁড়িয়ে দিয়েছেন। ফরাসি খেলোয়াড় মানারিনোকে কার্যত কোর্টে দাঁত ফোটাতে দেননি সুইস সম্রাট। কেভিন অ্যান্ডারসনের সঙ্গে এবার কোয়ার্টার ফাইনাল খেলবেন ফেদেরার। ২০টি গ্র্যান্ড স্লামের মালিক এই টুর্নামেন্টে যেভাবে খেলছেন তাতে অনেকেই মনে করছেন যে, অল ইংল্যান্ড ক্লাবে নবম বারের জন্য তার হাতে শিরোপা উঠতে পারে। প্রি-কোয়ার্টারে মানারিনোর বিরুদ্ধে প্রথম সেটে ২-০ এগিয়ে ছিলেন ফেড-এক্স। সে সময় মানারিনোর একটা ফল্ট সার্ভ তিনি সামালালেন একেবার ক্রিকেটীয় শটের স্টাইলে। দেখে মনে হবে যেন ব্যাটের বদলে টেনিস র্যাকেট দিয়ে ফরোয়ার্ড ডিভেন্সিভ শট নিচ্ছেন ফেডেরার। ট্রিকি শটে কোর্টে ক্যারিশমা দেখানোয় সিদ্ধহস্ত বিশ্বের দুনম্বর টেনিস তারকা। এদিনও তার ব্যতিক্রম হলো না। মানারিনোর বিরুদ্ধে তার ক্রিকেট-টেনিসের এই ককটেল দেখে টুইট না-করার লোভ সামলাতে পারেনি উইম্বলডনও। তারা মাইক্রো-ব্লগিং সাইটে ফেডেরারের শটের ভিডিও পোস্ট করে আইসিসি-কে ট্যাগ করে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার থেকে ফেদেরার শটের রেটিং চায় উইম্বলডন। কাল বিলম্ব না-করে আইসিসি-ও মজা করে এর প্রত্যুত্তর দেয়। আইসিসি একটি প্রিন্ট স্ক্রিন শেয়ার করে টুইট করে। সূত্র: ইন্ডিয়া এক্সপ্রেস আর/০৭:১৪/১১ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2KXSKnN
July 11, 2018 at 03:57PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top