রাশিয়া বিশ্বকাপটা মোটেই ভালো যায়নি জার্মানির। বাজে পারফম্যান্সের কারণে প্রথম রাউন্ডেই বাদ পড়েন তারকা নির্ভর দলটি। এরপরই শুরু হয় সমালোচনার ঝড়। অন্যদিকে, নিজের বাবার জন্মস্থান তুরস্কের প্রতি ভালোবাসা প্রকাশের জন্য আগে থেকেই তর্ক-বিতর্কের তুঙ্গে ছিলেন জার্মান ফুটবল তারকা মেসুত ওজিল। তাই বিশ্বকাপের পর সেই বিতর্ক আরও কঠিন হয়ে তার আসে সামনে। সব মিলিয়ে অনেকটা অভিমান নিয়েই জার্মান জাতীয় দল ছাড়েন ওজিল। তবে এত কিছুর পরও তার জনপ্রিয়তা যে একটুও কমেনি তা প্রমান হলো শনিবার রাতে ইংলিশ ক্লাব আর্সেনাল ও ফ্রেঞ্চ জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেইয়ের মধ্যকার ম্যাচে। প্রাক টুর্নামেন্টের ম্যাচে সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ইংলিশ ক্লাব আর্সেনাল ও ফ্রেঞ্চ জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই। তবে এই ম্যচে পিএসজিকে একেবারে গুঁড়িয়ে দিয়ে ৫-১ ব্যবধানের জয় তুলে নেয় গানাররা। যদিও রাশিয়া বিশ্বকাপের পর এখনও দলে যোগ দেননি পিএসজির সেরা তিন তারকা নেইমার, কিলিয়ান এমবাপ্পে ও এডিনসন কাভানি। এদিন ম্যাচ শুরুর আগে মাঠে নামার জন্য টানেলে অপেক্ষা করছিলেন আর্সেনালের খেলোয়াড়রা। এসময় ম্যাচ রেফারি তার কাছে থাকা হলুদ কার্ডটি অটোগ্রাফের জন্য এগিয়ে দেন ওজিলের দিকে। বেশ অবাক হলেও রেফারিকে ফেরাননি ওজিল। হাসি মুখেই অটোগ্রাফ দিয়েছেন রেফারির বাড়িয়ে দেওয়া হলুদ কার্ডে। অটোগ্রাফ দেওয়ার এই দৃশ্য মুহূর্তেই ভেসে ওঠে টেলিভিশনে। এরপরই তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। সূত্র: বাংলাদেশ প্রতিদিন আর/১২:১৪/৩১ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2M1bdwV
July 31, 2018 at 06:42AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top