অ্যাম্বুলেন্সের দরজা আটকে যাওয়ায় শ্বাসকষ্ট হয়ে মৃত্যু হল দু মাসের অসুস্থ শিশুর

রায়পুর, ১৮ জুলাইঃ অ্যাম্বুলেন্সে করে দু মাসের অসুস্থ শিশুকে হাসপাতালে আনছিলেন তার বাবা-মা। কিন্তু অ্যাম্বুলেন্সের দরজায় সমস্যা থাকায়, আটকে যায় দরজা। দরজা না খোলায় গাড়ির মধ্যেই শ্বাসকষ্ট হয়ে মৃত্যু হয় শিশুটির। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ছত্তীসগড়ের রায়পুরে।

জানা গিয়েছে, ওই শিশুর বাবা-মা তাকে রায়পুর এনেছিলেন হৃদযন্ত্রের একটি অস্ত্রোপচার করানোর জন্য। অভিযোগ, শিশুর বাবা অ্যাম্বুলেন্সের জানলা ভাঙার চেষ্টা করলে, তাঁকে সতর্ক করা হয়, সরকারি সম্পত্তি যেন তিনি কোনওভাবেই নষ্ট না করেন। যদিও ওই শিশুর বাবা-মায়ের সমস্ত অভিযোগ মিথ্যে বলে দাবি করেছেন অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ। তাঁদের দাবি শিশুটি হাসপাতাল পৌঁছনোর আগেই মারা গিয়েছিল। ঘটনার তদন্ত চলছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2JyD0D3

July 18, 2018 at 01:28PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top