বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, ১৪ জনের দেহ উদ্ধার

কলকাতা, ২২ জুলাইঃ বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ১৯ জন মৎস্যজীবীর মধ্যে এখনও পর্যন্ত ১৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাকি আরও পাঁচ জনের খোঁজে তল্লাশি চলছে।

চলতি মাসের ১৭ তারিখ ফ্রেজারগঞ্জ ও বঙ্গদেওয়ানির কাছে তিনটি ট্রলার সমুদ্রে তলিয়ে যায়। খবর পেয়ে উদ্ধারে নামে ভারতীয় নৌসেনা, মৎস্য ইউনিয়নের সদস্য এবং উপকূল রক্ষীবাহিনী। শনিবার ঈশ্বরীপুরের কাছে নিখোঁজ জয় কিষাণ ট্রলারটির খোঁজ মেলে। সেখানে ট্রলারের কেবিন থেকে পাঁচ জনের মৃতদেহ উদ্ধার হয়। ট্রলারটিতে জল থাকায় উদ্ধার কাজ ব্যাহত হয়। পরে ট্রলার থেকে জল সরিয়ে মৃতদেহগুলি উদ্ধার করা হয়। সব মিলিয়ে এখনও পর্যন্ত মোট ১৪ জন মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধার হয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NxL4GC

July 22, 2018 at 12:48PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top