টরন্টো, ২২ জুলাই- টরন্টো সিটির আসন্ন নির্বাচনে কাউন্সিলর পদ থেকে সরে দাঁড়ালেন সৈয়দ সামছুল আলম। তিনি ওয়ার্ড ৩৯ থেকে প্রার্থিতা ঘোষণা করেছিলেন। শুক্রবার তাঁর ফেসবুক পোস্টে দেওয়া এক বিবৃতিতে নির্বাচন থেকে তাঁর এই সরে দাঁড়ানোর বিষয়টি সকলকে অবহিত করেন। প্রার্থিতা প্রত্যাহারের কারণ হিসেবে বিবৃতিতে তিনি উল্লেখ করেন, একই ওয়ার্ডে বেশ কয়েকজন বাঙালি প্রার্থী। আসলে আমাদের প্রয়োজন- বাঙালি কমিউনিটির বৃহত্তর স্বার্থে সবাই মিলে একজোট হওয়া, কমিউনিটি থেকে একজন নির্বাচন করা এবং মনে রাখতে হবে- এই সঙ্ঘবদ্ধ হওয়ার কোন বিকল্প নেই। যাদের উৎসাহে ও অনুরোধে তিনি নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁদের সবার প্রতি তিনি আন্তরিক শুভেচ্ছা জানান। সৈয়দ সামছুল আলম বলেন, আমার প্রত্যাশা একটাই। বাঙালি কমিউনিটি থেকে একজন প্রার্থী হোক, যার জন্য আমরা সবাই মিলে কাজ করবো। যদি একজন প্রার্থী হয়, আমার বিশ্বাস সকল নির্বাচনে জয়লাভের মাধ্যমে বাঙ্গালী কমিউনিটি এই শহরে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। উল্লেখ্য, সৈয়দ সামছুল আলম ড্যানফোর্থের সুপরিচিত ঘরোয়া রেস্টুরেন্টের কর্ণধার। তিনি বিচেস-ইস্ট ইয়র্ক-এর ফেডারেল লিবারেল এসোসিয়েশনের একজন ডাইরেক্টর। ওয়ার্ড ৩৯-এর অন্য বাংলাদেশি প্রার্থীরা হলেন সানী মীর, হিশাম চিশতী, এবং শরিফ আহমেদ। এছাড়াও ভারতীয় বংশোদ্ভূত বাঙালি সুমন রায় সহ মোট ৮ জন প্রার্থী এখন এই ওয়ার্ড থেকে সিটি নির্বাচনে কাউন্সিলর পদে লড়বেন। সূত্র: সিবিএন২৪ আর/০৭:১৪/২২ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2LzNlQZ
July 22, 2018 at 02:42PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top