ইংলিশ লিগে সাবেক ইংল্যান্ড ফরোয়ার্ড ওয়েন রুনি গোল করেছেন দুইশর ওপরে। ইংল্যান্ডের হয়ে অবসরের আগে রুনির নামের পাশে লেখা হয়েছে ৫৩ গোল। রুনি আবার নতুন করে গোলের খাতা খুলেছেন। আর প্রথম গোলের ম্যাচে রক্তাক্ত হয়েছেন তিনি। সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ওয়েন রুনি ইংলিশ লিগ ছেড়ে এ বছর যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। সেখানে নিজের চতুর্থ ম্যাচে গোল পেয়েছেন রুনি। তবে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস)ডিসি ইউনাইটেডের হয়ে প্রথম গোল করার ম্যাচেই নাক ফেটে রক্তাক্ত হন ওয়েন রুনি। রোববার রুনিদের প্রতিপক্ষ কলরাডো র্যাপিডসের এক ফুটবলারের সঙ্গে সংঘর্ষ হয় প্রাক্তন ইংল্যান্ড অধিনায়কের। তবে মাঠ ছাড়েননি রুনি। প্রাথমিক চিকিৎসা নিয়ে আবার ফিরে আসেন মাঠে। কলরাডোর বিপক্ষে ওই ম্যাচে ৩৩ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন রুনি। ৮২ মিনিটে সমতায় ফেরে কলরাডো। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে কলরাডোর আত্মঘাতী গোলে ২-১ গোলের লিড নেয় রুনির দল ডিসি ইউনাইটেড। এর পরেই ঘটে সংঘর্ষের ঘটনা। অতিরিক্ত সময়ে কর্নার পায় কলরাডো। রুনি নেমে আসেন পেনাল্টি বক্সে। সেখানেই প্রতিপক্ষের এক ফুটবলারের সঙ্গে সংঘর্ষে আহত হন সাবেক ম্যানইউ তারকা। এর আগে ২০১৩ সালে ম্যানইউয়ে খেলার সময় সতীর্থ ফিল জোন্সের সঙ্গে সংঘর্ষে কপাল ফেটে যায় রুনির। সেবার কপালে বারোটা সেলাই পড়েছিল তার। প্রায় এক মাস লেগেছিল সুস্থ হয়ে ছন্দে ফিরতে। এরপর ইংলিশ প্রিমিয়ার লিগে গত মৌসুমে এভারটনে খেলার সময় বোর্নমাউথ ডিফেন্ডার সাইমন ফ্রান্সিসের কুনুইয়ের আঘাতে রক্তাক্ত হন রুনি। সূত্র: সমকাল আর/০৭:১৪/৩১ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2NTDK8i
July 31, 2018 at 03:46PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top