লর্ডস, ১৫ জুলাই- লর্ডসে ভারত-ইংল্যান্ডের দ্বিতীয় ওয়ান ডে চলছে। এই সময় প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিলেন এক যুবক। ইন্টারনেটে সেই ঘটনা এখন ভাইরাল। শনিবার লর্ডসের মাঠে ম্যাচের প্রথমার্ধের সময় এ ঘটনা ঘটে। ২৪ তম ওভার বল করতে যাচ্ছিলেন যুবেন্দ্র চাহাল। তখনই ম্যাচের ধারাভাষ্যকার ডেভিড লয়েড বলে উঠলেন, গ্যালারিতে বিশেষ কিছু একটা ঘটতে চলেছে। ডেভিড লয়েডের গলার স্বরের সঙ্গেই টিভি ক্যামেরা তাক করা হল গ্যালারিতে উপস্থিত চারান গিল ও পাভান বেইনস নামের দুই ভারতীয় তরুণ তরুণীর দিকে। ছেলেটি এদিক ওদিকে তাকাচ্ছে। প্রেমিকের হঠাৎ এমন আচরণে অবাক তরুণীও। ততক্ষণে লয়েডের উত্তেজিত কণ্ঠ জানিয়ে দিয়েছে দুজনের নাম, চারান ও পাভান। মাঠে লাগানো টিভি স্ক্রিন জুড়েও এই দুই যুগল। ততক্ষণে বিষয়টা বুঝতে কারও বাকি নেই। ব্রডকাস্টিং চ্যানেলকে আগেই বলে রেখেছেন এ তরুণ, প্রেমিকাকে চমকে দিয়ে বিয়ের প্রস্তাব দেবেন তিনি।ক্যামেরা তার দিকে ঘুরতেই হাঁটু গেড়ে বসলেন, আংটি বাড়িয়ে ধরলেন প্রেমিকার দিকে। স্ক্রিনে ভেসে উঠল ডিসিশন পেন্ডিং! এরকম পরিবেশে বিয়ের প্রস্তাব পেয়ে অবাক এবং আনন্দিত তরুণীটি হতাশ করলেন না প্রেমিককে। লাজুক হেসে জানালেন, হ্যাঁ, তিনি বিয়েতে রাজি৷ স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিন জুড়ে আবার ফুটে উঠল, সি সেইড ইয়েস। উত্তেজিত লয়েডের কন্ঠস্বর জানিয়ে দিল, সে হ্যাঁ বলেছে, সে হ্যাঁ বলেছে। চারান ও পাভান, অভিনন্দন। একটা অসাধারণ দিন! বিরাটরা ওই ম্যাচে ৮৬ রানের ব্যবধানে ইংলিশদের কাছে হেরেছেন। কিন্তু জিতে গেছে ভারতীয় যুবক-যুবতীর প্রেমকাহিনী! সূত্র: বাংলাদেশ প্রতিদিন আর/১০:১৪/১৫ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2uBVj4F
July 16, 2018 at 05:26AM
15 Jul 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top